• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সর্বজনীন পেনশন স্কিমের বিপ্লব ঘটবে কেরানীগঞ্জ; আলোচনা সভায় ইউএনও

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেছেন, কেরানীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমে বিপ্লব ঘটাতে সবাইকে এ পেনশন স্কিমের আওতায় আসতে হবে। এবারের প্রতিপাদ্য " সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন" এই স্লোগান কে সামনে রেখে সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। তিনি বলেন, সরকার সাধারণ মানুষের সেবা দিতে বদ্ধপরিকর।

তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় সবাইকে সর্বজনীন পেনশন স্কিমে হিসাব খোলার আহ্বান জানান। তিনি জানান আমরা ইতোমধ্যে কেরানীগঞ্জে সরকারি ও বেসরকারি সোনালি, অগ্রণী, সিটি ও ব্র‍্যাকসহ মোট চারটি ব্যাংকে এ কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি এলাকায় সাধারণ মানুষকে এ স্কিমের বিষয় সুবিধা ও লাভবান হওয়ার বিষয় বুঝাতে ব্যাপক জনসচেতনতা মুলক আলোচনা বিষয় তুলে ধরেন এবং সরকারের পেনশন স্কিমের নানা দিক ও ব্যাপক সাড়াজোগাবে বলে আশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রুহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর শাহ খুশি, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ডিজিটাল উদ্যাক্তাগন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads